এখনো কাঠ পাতা গুলো ভিজে ভিজে ভাব
উনুনের মুখে ফুঁ ফুঁ দিতে দিতে কালান্ত শ্রম
শুধু ভস ভস করে রেল গাড়ির মত ধোঁয়া ছাড়ে
আগুনের দেখা মিলছে না, আরো ফুঁ ফুঁ দিতে হবে
ধোঁয়া গেলা ফুস ফুস হাপরের মত ফুঁ দিয়ে যায়
আরে বাবা, পাঁচ বছরের খানা, এটুকু কষ্ট সয় ।


রাজপথ থেকে গলি, তস্য গলি ধোঁয়ার ব্যারিকেড
কাক চিল শকুন সবাই ডানা ঝাপটে দেখছে
যদি আগুনটা লক লকিয়ে ওঠে, নিশ্চিন্ত পাঁচ বছর
হিসাব পাক্কা, কার কতটা ভাগ, ডানার আয়তনে
যত শালা নষ্টের গোড়া ঐ করোনা ঝড়, প্যাঁচ দিল
ধোঁয়া কাটাতেই হবে তবেই আগুন জ্বলবে।


চক্রান্তের গন্ধ মাঠে ঘাটে কাঠে সর্বত্র, ভীষণ বেগে
কেউ একজন বলে গেল অনলাইনে আগুন জ্বলবে
আগুন জ্বলবে! ছাই জ্বলবে;  দোমড়ানো ওল্টানো পোল
গেঁড়ি গুগলি সব্বাই বিদ্যুতের জন্য বাধিয়েছে শোরগোল
আকাশবাণী হয়,  উনুনে শুকনো নোটের বান্ডিল গুঁজে দে
ওটা বিনিয়োগ ভবিষ্যতের, আগুনে ঝলসাতেই হবে।


সোনারপুর
১০.০২.২০২০