বাংলা আমার প্রথম ঠিকানা, বেড়ে ওঠার পুণ্য ভূমি
অনেক যত্নে পিতৃ পুরুষের স্মৃতিকে বক্ষে রেখেছে চুমি      
বাংলা আমার কিশোর বেলায় দামাল পনার সাক্ষী
উদ্যত যৌবনে সুনীল সাগর, স্মিত প্রশ্রয়ে বন্ধু ও রক্ষী ।  


বাংলা আমার প্রথম প্রেম, সোহাগে স্বপ্নে করেছে ঋণী  
পরিণত যৌবনে কুবেরের তরী, অবেলায় বাংলাই ভরসা জানি    
বাংলা আমার ভোরের স্বপ্ন, রাতের আকাশে আলোর বন্যা
বাংলায় বলি মনের কথা, বাংলাতেই জাগে নব চেতনা।


বাংলা আমার কন্ঠ জড়িয়ে সুরের যাদুতে ভরেছে ভুবন
এই গোলোকের অন্য কোথাও, পাইনি বাংলার মত আপন
বাংলার মাটিতে শিকড় গেঁথে, আকাশ ছুঁয়েছি দুইহাতে
পরমানন্দের সময়ের ভেলা পৌঁছে দিয়েছে নিজের ঘাটে।


বাংলা আমার, আমি বাংলার, বাংলাতেই হাসি কাঁদি
বাংলাতেই লেখা শেষের ঠিকানা মাটির বিছানায় পরিপাটি
বাংলা আমার সকল সুখের, দুঃখের সাজানো যাদুঘর
আমি জন্মাই যেন এই বাংলায় , এ মাটি যেন হয়না পর।


সোনারপুর
০৫/০২/২০১৯