ভালোবাসা ছাড়া সুখ বাঁচে কী
মুক্ত আকাশ ছাড়া চাঁদ হাসে কী
গানে যদি না থাকে সুর মন ভরে কী
ভোরের বাতাসে না জুড়ালে প্রাণ
সকালের কথা মনে আসে কী ।


ধূসর মরুতে সূর্য ওঠে গোধুলিও আসে
রুক্ষ দিনান্তে স্বপ্নেরা বাঁচে কী বিষাদের ক্যানভাসে
অসময়ে তুলির আঁচড়ে ছবিতে প্রান ফেরে কী  
ভালোবাসা ছাড়া জীবন সুন্দর হয় কী ।


আঁধার পথের সাথী যেমন তারার আলো
জীবন পথের বাঁকে যদি ভালোবাসা হয় ভালো
দুঃখের খর স্রোতে মনে ব্যাথা জাগে কী
ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে কী।


১০.১২.২০১৯ / সোনারপুর