বর্ষা যদি আসেই শীতে, তাতে কি যায় বা আসে
কুল ছাপিয়ে ডাকলে নিশি,  মন কি ঘরে বসে
দুষ্টু হিমেল হাওয়া ঊষ্ণ গল্প শোনায়, কাব্য কথায়  
হলুদ পাখি গোলাপ ঠোঁটে স্বপ্ন আঁকে মনের পাতায়।


শিশির ঝরার শব্দ শুনে রাত্রি জাগে মনের পাখি
ভালোবাসার গল্প শোনায় মাতাল রাতে সুজন সখি
কুয়াশার চাদর ঢেকে নদী হারায় আপন খাত  
ভালো লাগার রূপকথাতে আড়ি পাতে চাঁদনি রাত।


শালিক, ছাতার, বুলবুলিরা কইছে কথা নানান রবে  
সাত সকালের তপন তরী দিচ্ছে উঁকি পাতার ফাঁকে
রাত জাগা চোখ বুজে আসে লেপের নিচে ঊষ্ণ ছোঁয়ায়
হয়না লেখা কাব্য কথা রূপ নগরের প্রেমের কথায়।


সোনারপুর
২৯.১২.২০১৭