এ কোন শত্রুর উল্লাস;  দুনিয়া জুড়ে আর্ত চিৎকার  
ধনী দরিদ্র ব্যবধান গিয়েছে ঘুচে, কল্পনাতীত তান্ডব তার  
ছোট বড় ভেদ নাই, নেই শুচি অশুচির ভান  
ধর্ম তার একটাই; বিনাশের যজ্ঞে নিজেরে করছে প্রমাণ ।  


আতঙ্কের আঁধারে অনিশ্চিত প্রহর কাটছে বন্ধ ঘরে  
ভাবনা একটাই ঘুরে ফিরে, কখন সে কাকে ধরে  
মানুষ যখন অতি বিশৃঙ্খল; আধুনিক এই সভ্যতায়  
কাঁদতে হবেই মরণ ভয়ে,  শূন্য হৃদয়ে অস্থিরতায় ।


তবুও আশা, নব চেতনার স্বপ্নে আসবে নির্মল ভোর    
ঘৃণ্য ভেদাভেদ মুছে;  খুলে যাবে নতুন রবির দোর
নতুন আলোয় বুঝবে মানুষ, কেহ নয় কারো পর  
উৎস এক; একই স্রষ্টা; ভাবনায় আসুক নতুন ঝড়।


সোনারপুর
০৬.০৪.২০২০