হাসছে জাগাই, হাসছে মাধাই, হাসছি সবাই আহ্লাদে
আড়াল রেখে হাসছে মাসি, ভেংচি কাটে জল্লাদে
মহাকাল টানছে রথ চোখের জলে, বক্ষ পরে দুহাত চেপে
হায়রে ভাগ্য, জাবর কেটেই গড়-পড়তায় উঠছে ফেঁপে ।


বোবা কালা অনেক ভালো, এক্কেবারে ভগবানের মত
দোসর হয়ে থাকলে সাথে, মনের মাঝে কুহু, আহা চির বসন্ত
যদি কেউ ফোঁস করে, বলে কথা বেশী, কেটে নাও মাথা
চাঁদের কণায় ভরবে জলসাঘর, বেঁচে থাক বাবা গড়-পড়তা।।


  


সোনারপুর
০৩.১১.২০১৭