বিষের চারা করেছ রোপণ ছলনায় ভুলে
লালনে পালনে করেছ বড়; ভরেছে ফুলে ফলে  
শিকড়েও তার বিষ, ঢালছে মাটির গভীরে
যে মাটিতে ছিল উর্বর বন্ধন; আজ অস্থির অন্তরে ।    


প্রতিনিয়ত অজানা শঙ্কার ছায়া কেড়েছে শান্তি
নীল আকাশ তমসায় ঢাকা; দিকে দিকে ভ্রান্তি  
নিস্ফলা দিন ক্রমে বিভীষিকা; হতাশায় নবযৌবন  
বিষ বৃক্ষের শ্বাসে অবিশ্বাস, চক্রান্তের নিশানায় বন্ধন।      


অস্থির সবুজ অকালে হলুদ; সমাজ গুনছে প্রমাদ
বিষের শিকড় শোষণ করছে; নিঃশেষ সব আবাদ
রসহীন বুক ফেটে চৌচির;  ছিন্নভিন্ন সচেতন ধারা
শ্রমিকের বাসনা নিভৃতে কাঁদে, শ্রম-স্রোতে জাগে চরা।  


বিষের মহল্লায় শতরবে উল্লাস; ধনতন্ত্রে খুশীর বাতাস
লুটেরার হাতে লাঞ্ছিত মাটি; বাতাসে ভাসে দীর্ঘশ্বাস
হিংসার দাবানলে পুড়ছে মানুষ; পুড়ছে শিক্ষা সভ্যতা
ভুলের মাশুলে বিকোয় প্রীতি; একান্তে হাসে অজ্ঞতা।  


কিছুই নয় চিরকালের, আসবে সময় ঘুরে ফিরে
মাটিকে দিও হাসি, বিষের শিকড় উপড়ে চিরতরে
সংশয় নয়;  দূর হবে অভিশাপ নব চেতনার বন্ধনে
বন্ধা জমিতে ভরবে সবুজ, অন্তরের নিষ্কলুষ আহ্বানে।


সোনারপুর
১৫.০১.২০২০