সীমাহীন জলরাশি মাঝে জীবনান্দের ক্ষুদ্র এ তরী  
ভেসে চলে উজানে সুজানে আরব্য রজনী ভরি
হাট থেকে হাটে, সারি হাসি কান্নার বিকিকিনি    
কেহ নয় চেনা, মনে হয় তবু সকলেরে চিনি।  


কখনো এ তরী মলিন আলোয় খুঁজে ফেরে কুল
ভাবে কেহ আছে দাঁড়ায়ে তীরে, লয়ে মালা ফুল
অস্তরবির শেষ আলোয় চিনে নেবে আপনার জন
ঢেউ ভাঙে অবিরত কল্লোলে মাতি, বাঁধনহারা মন।


মায়ার ডাকে চেতনার সুতো বারবার যায় কেটে    
আলো আঁধারির খেলা চলে, সময় দাঁড়ায়ে ঘাটে
গোধুলি মেখে ফিরে যায় ওরাও, সিন্ধু পারের দল
দাও আলো, খোল দ্বার, নিয়মের হোক বদল।।


সোনারপুর
১৭.০১.২০১৮