এক ঝাঁক বলাকার মত তোমার স্বপ্নকে যদি ঢেকে রাখি
তুমি কি ভাবতে জানিনা, আমি হতাম অনেক খুশি
যদি অনুরাগে মুখভার করে লুকাতে আমার বুকে
বাতাস কে বোলে দিতাম সরে যাও, ছুঁয়োনা ওকে  
বিনোদিনি আহ্লাদে বাতাস রেখে যেত মুচকি হাসি ।


দূরে, ঐ দূরে নদীর পাড়ে,  ছোট ছোট সবুজ নীড়ে
দুপুরের দামাল রোদে,  মিশে বুলবুলি শালিকের ভিড়ে
কাকে যেন খুঁজে যাও আনমনা চাতক চোখে স্বপ্নের জাল বুনে
ঐ ছোট্ট নদীটির ঢেউ ওঠা উতল বুকে এক দুই গুনে গুনে  
তাকেও চিনেছি আমি যুবতী গোধুলির নূপুরের মীড়ে ।


তবু ভাবো যদি ভাসবে একা, অজানায় পাবে পথের সাথী
আমি সূর্যকে বলে দেব আলো দিও, বন্ধু যখন হবেই প্রবাসী।  


সোনারপুর
০৭/০২/২০১৯