প্রিয়, ফুল ডোরে বেঁধ নাগো
বেঁধে রেখো বাহু ডোরে    
কালের নিয়মে শুকালে সে ফুল    
জানি ঝরিবে ধূলা পরে ।    


মম হৃদয়ের নীলাকাশ জুড়ে
জাগে সেদিনের কত ছবি
ফাগুন হাওয়ায় মনের পাপিয়া
বারেক উঠিলে ডাকি  
বোলেছিলে তুমি মন হবে
আমি হব তব আঁখি
আবেশে ভরে এ মন  
স্মৃতির পরাগ মাখি।  


মনে পড়ে প্রথম সে দিন  
হাসি নিয়ে এসেছিলে কাছে  
আজ রেখে গেলে শুধু স্মৃতিটুকু
ভুলিয়া না যাই পাছে
এ হৃদয় আজো পথ চাহি
সময় গোনে তীরে বসে ।  


সজল আঁখিতে নিবিড় আঁধার মাখি
পড়েছিনু ঢুলে ঘুম ঘোরে  
মায়াবী নিশিথে ঘুম ভেঙে দেখি    
হারায়ে গিয়াছে মম প্রেম
ফুলের বাঁধন ছিন্ন করে।  


সোনারপুর
১৬.০৪.২০১৯