বর্ণহীন বাতাস ছবি আঁকে তপ্ত বালিতে প্রতিদিন
অজস্র ভাবনার বন্ধনে বাসা বাঁধে মন, দিশাহীন
অনুভবের চোরা স্রোত বয়ে যায় সীমানা জুড়ে
উদাসী মন হিসাব মেলায় বেদনার মাটি খুঁড়ে।


দীর্ঘ পরিক্রমা শেষে জীবন থামে একই বিন্দুতে  
হলদে পাতার মতই ঝরে যায় সময়ের সাথে
অনন্ত আঁধারে ঝরে পড়া উল্কা বাতাসে ভাসে    
পরিচয় হারিয়ে নতুন শব্দের শরীরে বাঁচে অবশেষে।  


উজানে সুজানে ভেসে যাওয়া সুখ থিতু হয় ঘুর্নিতে
কোথাকার সে কেউ রাখেনা খোঁজ, উল্লেখ নেই পথে
নির্বিকার মাটি জল কেউ নয় ক্ষণ জন্মা, সত্যের বন্ধন
চলতেই থাকে আসা যাওয়া, ভাঙা গড়া, নিজের মতন।


সোনারপুর
২০.১২.২০১৮