ওরে বাঁশি, মন মজানোর সুরে  
কেন আর বাজিস না।
যেটুকু প্রেম আছে ভবে
নিয়ে নে আপন ভেবে
ছেড়ে গেলে ভবের তরী
দেখতে পাবি না।  


করি মিনতি, বলি করজোড়ে
কালের শমন ধায়রে পিছে
ভাবিস কেন মিছে মিছে
কোথায় যাবি থাকবি কেমন
থাকবে কি কোন আপন
সবটাই তোর জ্ঞানের অজানা।


এক যোগ একে বাড়ে সংখ্যা
ভবের হিসেব তাই বলে
ভব থেকে যাবার পথে
মেলে না হিসেব কোন কালে
প্রেমের কোন জাত হয় না
যতই করিস হিসাব নিকাশ
ভেসে যাবে সব গঙ্গা জলে।  


সোনারপুর
২৯/০৯/২০১৯