বর্ষা এলেই, কদমের  সৌরভে রাত জাগে মন
ভেজা মাটির সোঁদা সৌরভে ফেরে সবুজের যৌবন
কালের রূপ পোড়া ছাই,  ধুয়ে যায় নব আনন্দে  
কলার পাতায়  বৃষ্টির ফোঁটা, নুপুরের সুরেলা ছন্দে ।।


বর্ষা এলেই, কলমি লতা মাথা তোলে মাঠে
জিয়ন পরশে দীপ্ত রঙ্গে মীনের  দল, মাঠে  ঘাটে
দলে দলে  চলে লাফিয়ে ঝাঁপিয়ে, কেহ বা কানে হেঁটে
মরণের কথা জানেনা ওরা, বর্ষার  ভরা মাঠে।।


বর্ষা এলেই, গুটি গুটি চলে, ঘাসের আড়ালে রাখে  
শুভ্র মোড়কে সৃষ্টির বীজ, হারিয়ে যাবার আগে
ভেক ডেকে খোঁজে সাথীকে তার,  ভরাতে সোহাগে
কেহ বা ভরাতে পেট গিলে খায় তাকে, ককানো আর্তনাদে ।।


বর্ষা এলেই, চম্পা, কামিনি, যুঁই, বেল, দোপাটিরা হাসে
ভরে রাখে মন সকাল সন্ধ্যায় রাতে, সুন্দরী ঋতুমাসে
থোকায় থোকায় গরবে করবী,  শিশু বীজ মাথা দোলায়
যেন কত জনমের চেনা জানা, মরমে মিশেছে মায়ায়।।


বর্ষা এলেই,  তেপান্তরি  মন,  বকের পাখায় ওড়ে
বর্ষা এলেই,  অপরূপ ছন্দ নেশায় তোমায় মনে পড়ে  
বর্ষা  এলেই, হেঁসেলে হেঁসেলে রুপোলি ফসলের মঁ মঁ ঘ্রান  
বর্ষা এলেই, মরালের খুনসুটি চোখে চোখে , ভরে ওঠে প্রাণ।।  



০৬.০৭.২০১৭
সোনারপুর