ঝমঝমিয়ে কে এলোরে রুক্ষ মাটির পরে
বাতাস ডানায় ভরকরে সে ঝর ঝরিয়ে ঝরে
মনে প্রাণে খুশির মাতন দহন যাবে দূরে  
পাতায় পাতায় প্রাণের হাসি জীবন ফেরা সুরে  
দিনমণি মুখ ঢেকেছে তার কালো আঁচল পরে  
বর্ষারাণী এলো বুঝি ছন্দ তুলে; এবার দেরী করে।    


জল থৈ থৈ মাঠে ঘাটে হাজার প্রাণের মেলা
বর্ষা পেয়ে তারাও খুশি, নাচছে সারা বেলা  
মাটির নিচে ছিল যারা, ঘুমিয়ে কিছু কাল
বর্ষা জলে জাগছে তারা হাসিতে খল খল
কদম কেয়ার সুরভীতে মনে খুশির সুর
আসছে শরত শিউলি নিয়ে নয়কো বহু দূর।


সোনারপুর
১৮.৮.২০১৯