সুখের চেয়ে অসুখ বেশি, সব বাসাতেই যন্ত্রণা
এ কথা যে বুঝেছে সে আর বাসা বাঁধে না
দিন যায় হেসে খেলে, রাত্রি আসে গোমড়া মুখে
সব কর্মই যায় বিফলে, দুর্ভোগের অথৈ দুঃখে  
আশা তরীর ছেঁড়া পালে সুখের বাতাস লাগে না।  


জীবন তরী ভেসে থাকে মন্দ ভালোর স্রোতে
স্মৃতির বাতাস ওড়ায় ধুলো মন খারাপের সৈকতে
পাতায় করা হিসাব গুলোর কিছুই মেলে না
সব পেয়েছির অন্তঃপুরে সবই যেন অচেনা।


সোনারপুর
৩.১২.২০১৯