কে তুমি ছড়ালে খুশির স্বপন প্রাণে প্রাণে  
ফোটালে শত ফুল শাখায় শাখায় বনে বনে
অলি আসি নাচি নাচি সুর তোলে মনে মনে  
নাচে ছন্দ মৃদু মন্দ ভুবন জুড়ি প্রতি লগনে।  


কে তুমি প্রেয়সী স্বপ্ন শ্রেয়সী এলে উদাসী পবনে    
ভরালে হিয়া দখিনা বাতাসে সাজালে নূতন পাতার বসনে    
বাঁশীর সুরে ভাঙালে ঘুম মিষ্টি আলোয় ভরা ভুবনে
খুলেদিলে দ্বার জুড়াতে হৃদয় কুহু কুহরিত প্রভাত, শ্রবনে।  


কে তুমি কাকলি শোনালে গান মুকুল আকুল প্রভাতে
বিষাদ ছায়া মুছি ব্যাকুল পরশে, হৃদয় মাতানো শোভাতে
মুকুলিত বিতান গুঞ্জনে ওঠে মাতি, হৃদয়ের তৃষা হরিতে
ভেসেযায় মন রঙের দোলায়, ফুল ডোরে বাঁধা তরীতে ।  


সোনারপুর
২০.০২.২০১৮