ওরে ও ট্যাংরা মাছের ছা তোরা চুঁচকো বনে যা
পাবি সেথায় শামুক গেঁড়ির ডিম, যত খুশী খা
গড়বে শরীর থাকবি সুখে পাবে না কেউ নাগাল
চষছে মাটি চাষের লাগি লাঙলে লোহার ফাল  
ঘোলা জলে মরণ হবে সেথায় ঘুরছে জোড়া হাল  
হাঁটু জলে পোলা-পানের হাতে ঘোরে ছাকনি জাল।    
  
চুঁচকো বনের এধার উধার আরো কতই চরে ছা  
শোল চ্যাঙে চরায় ছানা ঘাপটি মেরে নিচে থাকে মা
বকের ঠোঁট ও পায় না নাগাল সবুজ চুঁচকো বনে
বাড়ালে গলা চুঁচকো খাড়া সুড়সুড়ি দেয় কানে
গোঁপ ভাসায়ে ঘোলা জলে ক্যানরে ছাড়িস বাসা
ছোট হলেও ছাড়বে না কেউ করিসনে সে আশা।  


ঝোল না হলেও ঝাল ঝাল চচ্চড়িতে মেটাবে মনের আশ
চুক চুকিয়ে বলবে মানুষ আহা কুচো হলেও স্বাদটা ভীষণ খাস।      

সোনারপুর
১২/০৯/২০২২