বর্শার ফলা ! নাকি জোতে ঘোরা, কে জানে কোনটা ঠিক    
হেই সামলে; দেখে চল সবদিক বদলে নাও, সময়টা বেরসিক
কত পাখি ধান খায় ঘোমটায় ঢেকে, চড়ুইয়ের হয় দোষ  
হেঁটে ছুটে হাঁটু গেল, তবু হাঁটা নাকি হলনা, আপসোস
বুদ্ধিরা শুনশান, শয়তানি গুলিস্থান, গণতন্ত্র গলা সাধে কবরে
ঝিনচ্যাক নাচা নাচি, জিন্দেগী ফাটাফাটি, তাল কাটে জলসার খবরে
পেন থেক সাবধান, বিদ্যে নিংড়ে নেবে, অদুরেই দেখবে শশ্মান    
ঘাড় গুঁজে পড়ে থাক পকেটে, পাবে রসিক রত্ন সম্মান ।    


সময় যাচ্ছে ঘেঁটে প্রতিদিন পথে পথে, ঠুনকো সে জানোনা !  
বেপরোয়া আবেগে বিশ্বাস যাচ্ছে ভেসে, বয়ে নিয়ে উচ্ছিষ্ট, আবর্জনা  
যদি কেউ মাথা তোলে অস্তিত্বের দোলাচালে, আবর্জনা জমবেই ঠিক
সামান্য দ্বিমত হলে ভেঙ্গে দেবে মেরুদণ্ড, ঘোষণা হবেই শতধিক  
ঘোলাজলে সব এক; সবাই করছে তাক, শকুন থেকে শালিক  
পোকাতেই খাক অভিধানে থাকা দৃঢ়তা, ঋতু গুলো বড্ড বেরসিক।


সোনারপুর
১৩.০১.২০১৯