ভাবনা গুলো এলোমেলো, মুঠোয় ধরে ঝাঁকাই ঝুঁটি
করলে প্রকাশ, রে রে করে আসবে তেড়ে
ধরবে চেপে গলার টুঁটি।


বুঝিনে ভাই ঠিক কোনটা, তেল চুক চুক পাথর মাটি
বুজরুকি আর ছলনা ভরা সকাল সন্ধ্যে
নাকি বিচার বুদ্ধি আজও খাঁটি।


দানের অর্থে তিজরি ভরে, নেইতো কোন করের ঝক্কি
কোন উপকার কিভাবে হয়, পাইনি ভেবে
বিশ্বাসে ও ঘুসের চল, এটাই সত্যি !


বাড়ছে বেকার, বাড়ছে খিদে, কর্মহীন দিবস রাতি
পঙ্গু মনের সংখ্যা কত ? হিসাব কোথায়
ভাষণ মানেই উপচে পড়া দেশ ভক্তি !  


জঠর জুড়ে ডাকছে ঘুঘু, সকাল দুপুর রাতের বেলা
ঘেরা টোপের সাধন ক্ষেত্রে প্রবেশ নিষেধ
দৃষ্টি পথেই রাশিকৃত খাবার মেলা।  


হে ঈশ্বর, বন্ধ ঘরে অন্ধ সেজে থাকছ তুমি খোস মেজাজে
সৃষ্টি নাকি তোমার মায়া, আছ তুমি কণায় কণায়
কষ্টটা কি নয় তোমার ! ভুলেছ তা কোন লাজে।  


সৃষ্টি জুড়ে মরছ তুমি বাঁচছ তুমি, সবল নাকি সব মহিমায়
শরণাগতের আঁধার ঘোচাও, মুক্তি পথের দাও দিশা
ঘুচাও বাধা এক লহমায়।


সোনারপুর
২৪/১১/২০১৮