ভাদর দুপুর বৃষ্টি নূপুর রিম-ঝিমিয়ে বাজে
সকাল থেকেই আসছে কানে হয়ত বইবে সাঁঝে
কেয়ার বনে খুশীর বাতাস খিল খিলিয়ে হাসে
সবুজ আঁচল উড়িয়ে যেন মেঘের সাথে ভাসে।


জল থৈ থৈ ক্ষেতের মাঝে নাচে ধানের চারা
ব্যাস্ত হাতে কৃষক করে ধানের রোপণ সারা
সময় যে আর নাই রোপণ সারা চাই
ভাদরের রোদ বৃষ্টি পেলে ভরবে তবে মরাই।  


ভাদর জাগায় আশা, তার রোদ বৃষ্টির খেলায়
খালে বিলে শাপলা শালুক পদ্ম ফুলের মেলায়
ভাদরের রুপোলী ফসল ভরবে জেলের জাল
ভাদরের আশিষ পেলে  কাটে দুঃখের কাল।  


সোনারপুর
২০/০৮/২০২১