ভালো ছেলে, ভালো ছেলে, রেখেছ কি ঠিক করে
বুড়ো বাবা মাকে ফেলে কি ভাবে পড়বে সরে
দায়ভার চাপিয়ে বেকার ভাইয়ের কাঁধে
সুখের আকাশে বাঁধতে বাসা প্রেয়সীর সাথে !


ভালো ছেলে, ভালো ছেলে ... ভালো ছেলে


বেশী হয় মায়ের টান... তিনি যত দূরে যান  
ছেলেটা কি খাচ্ছে এই ভাবনায় মা হয় পরিসান  
বাবা থাকে চুপ করে, ভাবে কবে পাবে পরিত্রাণ  
সামান্য পেনসনে ওষুধের খরচ টেনে, হয়না অন্নের সংস্থান
ভালো ছেলে... ভালো ছেলে... মুখ গুলো হয়েছে কি ম্লান !


বেকার ভাইটা সকলের বলির পাঁঠা, কাজের জন্য হয়রান  
পরীক্ষা আসে যায়, চাকরী হয়না তার ঘুষের নেই সংস্থান
মা বাবা দুবেলায় কত কথা বলে যায়, গিলে নেয় সহজে
বাবা মাকে ছেড়ে যাবে ! ভাবনা আসেনা তার মগজে
কালো কালো শব্দের আঁচড় থামে তার কবিতার স্টপেজে .


ওয়াগনে জ্ঞান ভরে বউ নিয়ে বাড়ী আসে ভালো ছেলে
হিসাবে ভুল নেই ভাগটা নেয়নি সে ভাঙ্গাচোরা বাড়ীটার
পেনশন বেড়েছে কত, হিসাব দেখিয়ে দেয় বউ তার
ফ্লাটের লোন শুধে থাকেনা কিছুই বাবা-মাকে পাঠাবার
বুঝিয়ে দেয় সে ভালো হতো সম্পত্তির ভাগটা পেলে।


ভালো ছেলে ... ভালো ছেলে ... ভালো ছেলে ....
সোনারপুর
৩১.১০.২০১৮