দাঁতালের দ্বৈরথে ত্রস্ত মানুষ, দম নেয় জীবন
তেলে জলে ঘেঁটে দিলেই, পাওয়া যায় সব ইচ্ছে মতন
ফ্রী আছে কত কি, লেখা থাকে গোপনে, নথিতে  
কার কত অংশ! জানা যাবেনা, শেখানো হয় মন্ত্রগুপ্তিতে ।  


ন্যায় শাস্ত্রের ঢালে, মানুষের সাথে চলে অন্তহীন অন্যায়
কে কোন দিকে, পক্ষে বিপক্ষে চিৎকার, কোনটাই কথা নয়
ছোট বড় মাঝারি, টুকলির চিরকুটে খুঁজে ফেরে তথ্য
ভাব্বার নেই কারণ, হতেই হবে তার সবটাই সত্য।


হাঁড়িভাঙা খেলা জেতা কঠিন নয়, জনগনেশের চোখ বেঁধে        
রেফারির বাঁশি, মানেনা শক্তির অশি, শান্তির দূত মরে কেঁদে  
সমাজের অংশ ছিল আগে, এখন আলাদা, পথ গেছে বেঁকে
দেখছি দেখব হবে, সময় গলানো তরলে আখের ওঠাও ছেঁকে।  


সোনারপুর
২৯/০৮/২০১৮