ধম্মকথা শুনি সবাই ধর্ম মানি কয়জনে
ভাবে গদগদ; নিজের সাথেই প্রতারণা সবখানে
ষড়রিপুর দাবানলে চিত্ত বিকল সর্বক্ষণ
লোকাচারে  সজ্জায় সাধু;  সুযোগ এলেই ইচ্ছেপূরন
আত্মপূজন আত্মভজন ঈর্ষানলে জীবন যাপন
স্বর্গ দোজাখ মুক্ত বেণী বিকলাঙ্গ মনন।


বুদ্ধিতে বেশ বিচক্ষন, ঘর থেকেই পাকা হাত
কৈশোরের জলছবি যৌবনে করে জগত মাত
গোলাপ পোষে পাপড়ি ছেঁড়ে ; অর্থের অধিকার
ফুর্তির ফোয়ারায় অকুতোভয় দেবেন্দ্র নির্বিকার
বিজ্ঞাপনের নিয়ন আলোই জীবনের শ্রেষ্ঠ অনুষঙ্গ
ক্ষমতায় ধুয়ে যায় দোষ, হাসে গুণবান বিকলাঙ্গ।


সোনারপুর
০৮.০৬.২০২০