দহন দিনের খেলা শেষে
এলেই যদি ভালোবেসে
সকল জ্বালা জুড়িয়ে দিও
দিও হাসি প্রাণে
তোমা বিনে সুর জাগে না
ফুল ফোটে না বনে।


তোমার আশায় শাপলা শালুক
ঘুমিয়ে আছে বিলে
সঙ্কটে প্রাণ ক্ষুদ্র জীবের
সময় নাচন ভুলে ।

বাঁচিয়ে রেখ জীবন ধারা
নিও আপন করে
দিও সুযোগ শুধরাতে ভুল
নীরব আশিস দানে।  


সোনারপুর
২৯/০৭/২০১৯