ঠিক কতটা নিরুপায় হলে মানুষ কান্নার স্বর ভুলে যায়
আড্ডা মারার, উৎসবে মেতে ওঠার ভাবনা কুরে কুরে খায়
পুরনো লাগে ফ্লাটের চার দেওয়াল, ঝুল বারান্দা বাড়ির ছাদ
অসহায় প্রাণী যেমন করে;  পায়ে জড়িয়ে ধুর্ত শিকারির ফাঁদ
সিনেমা; কবিতা; উপন্যাসের পাতায় মন বসে না, বিভ্রান্ত
প্রতিদিনের যাপনে অসহ্য সত্যকে মানতে মানাতে ক্লান্ত।  


ফিস ফিস শব্দটা হয়ত হারিয়ে যাবে শব্দকোষ থেকে
সন্দেহের চোখে ভয়ের বিভীষিকা; মনে দূরত্ব বজায় রেখে
পৃথিবীর ইতিহাসে এক লাইনেও কি এমন উধারন আছে  
দূরে দাঁড়িয়ে মানুষ, নেই শেষ বিদায়ে প্রিয়জনের কাছে
মুখাগ্নির আগুন; দাফনের মাটি; সব আছে, থেমেছে গতি      
যুগ যুগ ধরে চলে আসা প্রথার কী অবিশ্বাস্য পরিণতি !


সোনারপুর
১৩.০৪.২০২০