বদলে যাচ্ছে সময়, বদল হচ্ছে দিন
ভাবনা গুলো আলো দেখল না,
অন্ধকার এগিয়ে এসে শোনায় সাপুড়ের বীণ
কলে গড়া পুতুল যেমন একই রকম ছাঁচ
আস্তে জোরে চাপলেও একই বাঁশির আওয়াজ
বাতাসের আসা যাওয়ায় এমনি করেই বাঁচ।


কাঠামোর আলগা বাঁধন, ঝরে গেছে অবুঝ চেতন
জারজ বললেও যায় আসে না
একটুতেই মন বিগলিত;  দয়া পেতে অধবদন  
বোবা কালা অন্ধ তিনটি মন্ত্র, বোধের ঘরে রাজা  
বেঁচে থাকা কম কথা নয়, অনেক বড় সাজা
তিনটি মন্ত্রই ভরসা জোগায়, সার্থক হবে বাঁচা।    


সোনারপুর
২৯.০৮.২০২০