এস ভাই বদলের গান গাই
কী ছিল; কী নেই; ভেবে কী হবে ছাই ।


জীবনটাকে সহজ করে চালাতে পারে যারা
সুখ দুঃখের কোন বাঁধন দেয়না তাদের নাড়া
ঐযে দেখ; রোদে জলে শরীরে মাটির গন্ধ মেখে
যারা কাজে আছে মেতে, দীক্ষা নিই ওদের থেকে  
ঘাম রক্ত মিশিয়ে মাঠে, বীজ বুনে ফসল কাটে  
অথবা মাছ ভর্তি নৌকোগুলো ভেড়ায় যারা ঘাটে
জানে, পরের জমি পরের পানি, ঈর্শা নেই মোটে
এস নতজানু হয়ে জেনে নিই, এ কোন রহস্য বটে।  


এস ভাই বদলের গান গাই
কী ছিল; কী নেই; ভেবে কী হবে ছাই ।


এই পৃথিবীর মাটির বুকে যেথা আছড়ে পড়ে রোদ্দুর
তাবৎ পানির জায়গা দিয়ে হয়েছে যে মহা সমুদ্দুর
সবুজে সোনালিতে ভরে বুক ফোটায় সকল প্রাণে হাসি
কার্তিকে ঘাসের ডগায় যৌবন, যেন হীরক রাশি রাশি
অঘ্রাণে তার সুখ ধরেনা, নতুন ফসলের ঘ্রাণ বাতাসে  
আহ্লাদে তার ঘুম আসেনা, স্তন ভরেছে মিষ্টি রসে
স্রোতস্বিনী নদীর মত অবিরাম শোনায়, জ্যোৎস্না প্রেমের গান  
কনক চুরের খইয়ের মতই  শরীর জুড়ে ভালোবাসার ঘ্রাণ
কী হবে ভেবে পেঁচা আর ইঁদুরের সম্পর্ক, নতুন কথা নাই  
সব থাক পড়ে ভাঙাচোরা যা আছে, আমরা নতুনের গান গাই  


এস ভাই বদলের গান গাই
কী ছিল; কী নেই; ভেবে কী হবে ছাই ।


এস,  ভালোবাসার সমুদ্র থেকে নতুন জীবনের গান শুনি
ইঁদুর আর পেঁচাকে ছেড়ে, আরো অনেকের কথা জানি
প্রজাপতির সাথে সখ্যতা করে, জন্মের কথা জেনে যাই
হিংসায় রাঙা মনন নয়, হেঁকে বলি আর প্রয়োজন নাই।    


সোনারপুর
২৩.০৪.২০২০