এ কথা বোঝাই কাকে; সব দরজায় ঝুলছে তালা
সব উপাস্যের এক অবস্থা; সব বিশ্বাস ফালা ফালা  
সুখ থাকলে সবই থাকে সব বিশ্বাসের হয় গুণগান
বেগুনা মানুষ মরছে কেন; কে দিল ভাই এই ফরমান
ফেরিওয়ালা হাটে মাঠে; সব জেনে সব শুনেও করছে ভান
বিশ্বাসের কারবারি এরা, না হলে পেটে পড়বে টান  
আস্তিক নাস্তিক একই ঘরে, পাচ্ছে সবাই একই নিদান
নেই প্রিয়জন মাটি আগুনে , কেন হল এমন জ্বালা।  


সোনারপুর
১৩.০৪.২০২০