বল দেখি কোথায় তোমার নিবাস
পাথর বাঁধানো ঘেরা টোপে  
শঙ্খ চিলের তীক্ষ্ণ ঠোঁটে
নাকি প্রাণের মাঝেই বাস।


কেহ বলে আছো অনলে অনিলে
মরু প্রান্তরে অসীম সলিলে
সত্য খুঁজে মরে মন
কোথায় তোমার বাস।


খুঁজেছি যত মন্দির মসজিদ গীর্জায়  
পাইনি সাড়া তোমার সেথায়
শুনেছি শুধু আশার দীর্ঘশ্বাস
বুঝিনি কোথায় তোমার নিবাস।  


খুঁজেছি সুখের আবাসে; পথে প্রান্তরে
বাদল মেঘের বিজুরী পাঁজরে
বন ছায়ে গিরি কন্দরে
বার বার হয়েছি হতাশ।


তরুতলে বসে উদয় অস্ত ভেবেছি
ক্লান্ত শরীরে দূর্বাশয্যা নিয়েছি
দেখিনি আপন হৃদয় খুঁড়ে
জ্যোৎস্না শোভিত সে নিবাস।  


সোনারপুর
০২.০৬.২০২০