বলতে পারো রাষ্ট্র নেতার দল
যুদ্ধ যুদ্ধ খেলায় কোন মানুষের হয় ভালো !
কোন মানুষটা থাকে সুখে,  মুছে যায় দুঃখগুলো  
অস্ত্র-সস্ত্রের ভরতে ভাঁড়ার কাদের অর্থ ব্যায় কর
হিংসা গুলো জাগিয়ে রেখে নির্বিচারে কাদের মারো
জলে স্থলে আকাশ জুড়ে বিষ ছড়িয়ে কতটা হয় মঙ্গল  
কাদের কাঁধে চাপাও বোঝা নুয়ে পড়া অর্থনীতির ধকল
কজন জানে, ঠান্ডা ঘরে রাজার হালে কোন ফন্দি আঁটো
কাদের অর্থে ভোগ বিলাসে চর্বি জমাও, ভালো খানা সাঁটো
গালভরা সব কথার ছলে মহান দাতা, বিছাও সোনার পাত
এদিক থেকে ওদিক করে গুলিয়ে দিয়ে কাড়ছ কাদের ভাত !


বলতে পারো রাষ্ট্র নেতার দল
পাল্লাভারী কোন কামানে কোন মাঠেতে ফলায় সোনার ফসল
কোন মিসাইল আকাশ সেঁচে জুড়িয়েছে জীবন তৃষ্ণার ধকল  
বলছ সবাই যুদ্ধ নয় শান্তি চাই, তবে গড়ছ কেন যুদ্ধাস্ত্রের কারখানা  
সবাই যদি শান্তিই চাও, তবে পৃথিবী জুড়ে মহড়া নিয়ে কেন এত জল্পনা    
কাদের অর্থ করছ খরচ মানুষ মারার গবেষণায়, কাদের ভালোর খাতে
দেখছ নাকি পৃথিবী জুড়ে শিক্ষার অভাব, খাবার নেই কত মানুষের পাতে
অপুষ্টির দাবানলে কত শিশুর ধুঁকছে জীবন, উলঙ্গ নরমেধের জাঁতাকলে
নানা ভাবনায় মন্দির মসজিদ গীর্জা গড়ো, দুঃখ পাও কি মানুষ মলে
কথায় কাজে মেলে না কিছুই, শান্তি বাদে রাখতে চাও সব দখলে
অশান্তির বীজে সেচ দিয়ে যাও, তবুও শান্তির জন্যই নোবেল মেলে।


সোনারপুর
২১/১০/২০