পাগল হাওয়ায় চাঁপার বনে, মন মুসাফির পরবাসী  
তার মিষ্টি ছোঁয়ায় ঘুম ভেঙে যায়, সুরে সুরে জাগে নিশি    
ভুলিয়ে দিয়ে সব অবসাদ, প্রেমে মাতায় দখিন বাতাস  
হাসনুহানার সৌরভে মন, ভাসায় তরী স্বপ্ন বিলাস  ।


ইন্দ্রলোকের রজত ধারায়,  ক্লান্ত তনুর ভার ধুয়ে যায়  
তার নাচের তালে খুশি ঝরে, মন ময়ূরীর পাখায় পাখায়
নিশীথিনী কাটিয়ে মায়া,  চাইছে বিদায় হাসি হাসি
স্বপ্ন বুনি তার ভেজা ঠোঁটে, শেষ প্রহরে জাগে শশী ।


সোনারপুর
১৫/০৬/২০১৮