যে বাঁশী ভেঙে গেছে, কেন তাকে সোহাগ কর
যে কথা হয়নি বলা, কেন গো তার ভুলটা ধর
হাসিতে ঢেকে ব্যাথা, কত দিন সুরে সুরে ডেকেছি
এ মনের রঙে রঙে, ও মনের কত ছবি এঁকেছি
কেন গো বুঝলেনা সুর, এতে আমার কি দোষ বল।।


পাখিরা দিনের শেষে ফেরে কুলায়, ভালোবাসায়
কুজনে মাতায় বাসা, পরশ পাবার একটু  আশায়
কোথায় এ মন ফিরবে বল,  কিসের নেশায়
অজানা রয়েই গেল, কেন প্রেম কাঁটা হয়ে কণ্ঠে জড়ায়।।


দূর সে হয়েছে নিকট, আকাশ দিয়েছে ভরসা আমায়
গান গেয়ে যাই আনমনে, যদি প্রেম আসে দুরাশায়
নাইবা রহিল নব বসন্ত, মনে তবুও বাঁধা ফুল ডোর
ফিরিয়ে দেবনা প্রেম, এটুকুই হোক সান্ত্বনা মোর
মন খোঁজে মন, হৃদয় দুয়ারে এসে যে নিল বিদায়।।    


সোনারপুর
১৭।০৬।২০১৭