নাম মাহাত্যের গুণকীর্তন অসীম ক্ষমতার কাহিনী
দেব কুলের একাধিপত্য, মানব কুলের ভক্তি সরণি
যুগে যুগে এই কথাই বিশেষ শ্রেণী করেছে প্রচার
সত্যকে আড়াল করে কার্যসিদ্ধি, তবুও নয় সে দুরাচার    
ভক্তিতে নয়, ভয়েই বিশ্বাসের গুড়ে মজেছে আচার
যুক্তি তর্ক সব অচ্ছুত, গুণী নয়; ধনীর ছিল অধিকার
দেব দেবী ফেরেস্তা বুঝত তাহা, ধনীকেই দিত স্বপ্নাদেশ
অন্ধকার অচ্ছুতের ঘরে পাবেনা প্রচার একথা বুঝত বেশ
বাহুবল বা অর্থবল একে অন্যের পরম হিতাকাঙ্ক্ষী স্বজন
বহুভাবে, বহুরূপে আজো বিশেষ শ্রেণী, সমাজে করে জ্ঞাপন
দৈবকে শিখণ্ডী করে, আপন কার্য সিদ্ধির আছে সহস্র উদাহরন  
কালচক্রে এসেছে কিছু পরিবর্তন, তবুও ব্রতের হয়নি সমাপন  
ক্ষমতার কাছে গুণ নিতান্তই নগণ্য, গুণী অভাগা; অতি সাধারন  
প্রকৃত গুণী পায় না সম্মান, সামাজিক দাদা দিদিই শেষ প্রহসন
ছলে বলে অনুদানে সত্যের নির্বাসন, সে যেন না  তোলে মাথা
ছোট বড় মাঝারি মহাগুণীর মাহাত্য, জাবর কাটলেই ফয়দা, ব্রতকথা।    


সোনারপুর
১৯.১০.২০১৯