রাজা সাজা নয়গো সোজা সে খুবই কঠিন সাজ
মানুষের চোখে যদি না পড়ে রাজপুরুষের কাজ ।


যে মানুষ দুঃখে থাকে খাবার খোঁজে পথে ঘাটে
কী কোরে সে জানবে বল কোনটা ঠিক এই সমাজে
যে শ্রমিকের রোজাগারে চলে চারটে লোকের সংসার  
কারখানাতে লাগলে তালা জীবন যে তার হয় জেরবার
কতদিন সে থাকবে ভুখা;  নিত্য সইবে বিনা দোষে যন্ত্রনা
কোথায় পাবে আর একটা কাজ, কে দেবে তাকে সান্তনা
ঘরে অভাব; কেমন করে চাইবে সে সত্যের হোক জয়
নীতির অর্থ বুঝবে কখন, অন্নের চিন্তায় জাগে ভয়।    


কথার প্যাঁচেই হয় কী সব, যদি না থাকে কথার মর্ম  
পোশাক দিয়ে যায় না চেনা, না থাকলে রাজধর্ম ।  


অনেক লড়াই অনেক কষ্টে করল যারা খানিক লেখাপড়া  
চাওয়াটা কী অন্যায় তার একটু নিশ্চিত জীবন গড়া  
বে-রোজগারে বেকার জীবন,  বাড়ছে বয়স তরতরিয়ে
স্বপ্নগুলো অধরা সব মনের জোর যায় হারিয়ে
ভাবনা ছিল; চাকরী একটা জুটিয়ে নেবে যোগ্যতার দামে
হাসি ফুটবে বাবা মায়ের, বেশী না হোক কমে
পরীক্ষা ইন্টারভিউ সবেতেই সফল, তবু চায় ঘুষের টাকা
গরীব ঘরে জন্ম যাদের, যেদিক তাকায় সেদিক ফাঁকা।  


সঙ্গতিহীন জীবন যাত্রার কেউ বোঝে না ব্যাথা
আহা উহু বলে সমাজ, সবই কথার কথা ।  


সোনারপুর
২১.০১.২০২০