বোলতে পারো !
হিংসা যদি আকাশ ঢাকে মনের পাখী উড়বে কোথায়
মাটি যদি রক্ত মাখে সবুজ খুশী হাসবে কোথায়
বাতাস হলে বারুদ গোলা হৃদয় কি আর ভরসা পায়    
প্রাণের রসদ কে যোগাবে জীবন যদি শুকিয়ে যায়।  


বাজিয়ে ভেরী রণডঙ্কার তিন ভুবনে তুলে ঝংকার
আগুন নদীর খরস্রোতে দাফণের মাটিও হয় অঙ্গার
হিংসা নিলে ঝড়ের আকার মনের বসত হয় ছারখার  
কিসের নেশায় দাপাদাপি কোন শান্তির খুঁজে আধার ।  


কোন আশাতে বানাই বাসা হয়নি সময় ভেবে দেখার !
মিল অমিলের চোরা বালিতে নিধন যজ্ঞ মানবতার  
রক্ত শুকিয়ে কালো হলে বাড়ে কি মনের অহংকার  
কবে আর বুঝবে মানুষ প্রাণ বিনে সব বেকার ।


সোনারপুর
১৪/০৩/২০২২