খোঁয়াড় ছেড়ে রাস্তায় নেমে করছে ভীষণ ঘোঁতঘাত
বরাহ নন্দনদের মিটিং টাইম, ভয়ে মানুষ কুপোকাত
শয়তানি শব্দ বলছে ডেকে, কে কটা তুলেছে মুলো  
দিচ্ছে হিসেব নানা রঙে সত্যের নামে মিথ্যে গুলো।  


কুত্তা বিল্লি আঁচড় দিলে ওষুধ পাবে খুঁজে তার
সাবধান, শুয়োরে দাঁত বসালে জীবন হবে পগারপার  
নানা রঙের হলেও তারা বিষের প্রভাব একই রকম
মুখোশ পরে আছে সবাই,  না বুঝলে জীবন জখম।  


বরাহ সাজের সুবিধে অনেক, যেমন খুশী বলা যায়
কোন খাবারেই নেই অরুচি দশের খাবার একাই খায়
জল ঘুলিয়ে কাদা ছিটিয়ে করলেও তোমার নিদ হরন
ঠোঁটের থেকে নড়লে আঙুল, সমস্যা হয় জীবন মরণ।


এ ক্ষেত ও ক্ষেত সব খানেতেই বিষ্ঠা ছড়ায় ইচ্ছে মতন
কলা কচু মুলোর ক্ষেত পছন্দ বেশ, চলনে গজ গমন
ভেল্কি বাজীর বাঁশি বাজায় উদর ভর্তি বাতাস সদা
শুকনো ডাঙা না পসন্দ তার, মাখে মাখায় পচা কাদা।


নিজ বিষ্টাতেই গড়াগড়ি খায় মেটাতে গায়ের জ্বালা
সুস্থ পরিবেশ বিষের তুল্য  এই ভাষাতেই জপে মালা
সাবধান হে সাবধান, বলে যায় আত্মারামের চৌকিদার
ঝুট ঝামেলার কিস্তিমাতে শক্তিমান ধর্ম বোড়ে চমৎকার।    


সোনারপুর
৭/১২/২০২০