মন খারাপের গোলি আছে, লাল পেঁয়াজের ঝাঁজ
সব ব্যথাতে মিলবে আরাম, মাথায় পড়লে বাজ  
খালি পেটে ডাকলেও শেয়াল, হুকুম মেনেই চলছে রাজ  
চেটে দ্যাখে শুকনো শরীর, হায়না গুলোর নেই লাজ।


ধম্ম ষাঁড়ের শিঙের গুঁতোয়  মন জমিনে ধুলোর ঝড়
গোকুল আকুল দুর্নীতির অন্ধকারে পোষা জনগণ চিবোয় খড়
জান মাতিয়ে মাখন খায়  যমের দোসর ধন কুবের
বে-ঘোরেতে যাচ্ছে জীবন মামা দাদা নেই যাদের।


গোদের উপর বিষ ফোঁড়া  মারণ বীজ ভাসছে হাওয়ায়
ঠান্ডা ঘরের রিপোর্ট দেখে সবটুকু কি বোঝা যায়
খেয়াল খুশীর নাগর দোলায় ঘুরছে নিত্য নতুন ফরমান
জানতে বড় ইচ্ছে করে কোথায় কার কতটুকু অবদান !

ছলের খেলায় চতুর গুঁটি ব্যস্ত সদাই, বিনিয়োগের রাখতে মান
মিক্স ম্যাচেতে মুনাফা ফিক্সড, হলেও গোটা পৃথিবী গোরস্থান
কার রোজগার খাবে কে, না থাকলেও সঠিক বিধান
অজ্ঞ বিজ্ঞ এক সারিতে লাভ ক্ষতিতে টনটনে জ্ঞান।


সোনারপুর
০৩/০১/২০২২