কালো, আরো কালো হয়, যন্ত্রনার তরলে অনিশ্চিত পথে
যখন ঝাঁক ঝাঁক প্রজাপতিকে কাটাতে হয় বন্দী দশায়
শৈশব, কৈশোর হারিয়ে যায় বিশ্ব বাজারে নামী ব্রান্ডের মোড়কে    
শুকনো লোহিত কণিকা সজীব হয়ে ওঠে অভিমান ভাঙ্গাতে
উৎসবের রঙ আরো গাড় হয় তৃপ্তির উচ্ছাসে ভেজা দিন বা রাতে
সভ্যতার নগ্ন জুলুমে বিপন্ন কৈশোর গর্ভবতী হয় জন্মের অভিশাপে  
পচে গলে যায় চলমান ইতিহাস, কাঁধে নিয়ে প্রতিযোগিতার দায়  
ডার্ক আরো সুস্বাদু হয় দারিদ্রতার হাত ধরে রাষ্ট্রিয় উদাসীনতায় ।

দারিদ্রতার দায় কার, এই নিয়ে যুক্তি তক্ক যদি শেষ হয়ে যায়
যদি মুনাফার গাঁথুনি আলগা হয়, আগাছার শিকড় লিমুজিন খায়  
মাত্র ৮০ ডলার যদি ৮ বিলিয়ন না হয়, শত সহস্র অদেখা যদিরা  
যদি হাজির হতেই থাকে, সভ্যতার সুখের ঊষ্ণতা যোগাবে কে    
চুরি যাওয়া শৈশব, কৈশোর, এক পোয়া যৌবন যদি না বিকোয়
বহুজাতিক  কোকোর শিকড় ঘাম রক্তের কচি স্বাদ না পায়  
সেদ্ধ ভুট্টা, কলা, আলো বাতাস হীন অন্ধকুপ চিরতরে হারায় ।


০২.১২.২০১৭
সোনারপুর