দাম্পত্যে নেই তো দম  কলহ  হরদম
কিসে খুশী - কিসে মান
য্ত খুশী নিত্য নূতন ফ-র-মা-ন
কিযে চাই ঠিক মত জানা নেই
কলহে বাড়িবে কি জীবনের মান ।।


একবেলা রাঁধে - অন্য বেলায় বাসী
তবু যে আছে ওরা হাসি খুশী
স্বস্তি চাই - নয় সুখ
জীবনের এ কোন মুখ
হাসি নেই - শুধু  কান্নায় ভরা বুক ।।


রাতের জোনাকি - সেও জ্বলে নিয়ম মেনে
অঙকুরিত আশা বীজ - ভাবে ফুল ফোটাবে
কে জানে, এ মাটি সরস হবে কি
সহস্র ধারার বর্ষনে ?


নেই হাঁড়ীতে ঠোকা-ঠুকি ঠাসা-ঠাসি
ধীরে সুস্থে খাই বসি
কেন নেই স্ব্দ্ভাব - মন পুড়ে হয় খাক
জানা নেই কারন কোন - কেন রেষারেষি ।।


কেন ক্ল্প পাখায় - ভাসেনা মন
জীব্ন জোয়ারে নিত্য অনট্ন
দোঁহে মিলে আনিলে অর্থ
যাবে কি দূরে সরে প্রাণের অন-ট্ন ।।


গভীরতা নাই যে মনের
পারিবেকি  বহিতে ভার জীবনের
যদি আসে প্লাব্ন কখনও
ধুয়ে কি যাবেনা বাঁধ প্রাণের ?


কেন থাকি - কাছা কাছি
নাই যদি ভালোভাসি
সদাই - মাখাই কাদা-মাটি
অকারনে জীব্ন ভোর  রেষারেষি ।।