পরান বন্ধুরে, রাগ দেখায়ে চল্লি কোথা
আমি যে বোকার বোকা, বড্ড একা
আদর আদর কথায় কিছু মনে করিস না
তুই যে সোনার সোনা, রাইতের আলো দিনে মানা                            
তোর অনুরাগের সোহাগ বিনা সময় কাটেনা  
লজ্জারাঙা প্রেমে ডুবে তুই কি বন্ধু হবিনা, বন্ধু হবিনা
টকমিষ্টি প্রেমের কথায় কিছু মনে করিস না ।।


ঐ কৃষ্ণচুড়া মারছে উঁকি, পলাশ বনের আড়ে  
উদাস দোয়েল শিস দিয়ে যায় পরান বন্ধুর ত্বরে
আলসে বাতাস বনবাসী,  ভরদুপুরে শাখায় শাখায় দোলে  
বন পায়রা জিরোয় বসে সবুজ পাতার তলে
বাসা বাঁধে চখা-চখি বন বাবুলের ডালে
মাছ রাঙার রঙিন পালক বাবুই ঘাসের কোলে  
এই মন পাগল করে, শিমুলের তুলোর সাথে আর ভাসিস না    
টক মিষ্টি প্রেমের কথায় তুই কি বন্ধু হবিনা, তুই কি বন্ধু হবিনা ।।  


১০.০৫.২০১৭