আহা ! ছলনার জালে মন মজালে দরদী সেজে
মানুষ বোঝেনি বিশ্বাস করে, বুঝেছে জন্তু রক্ত বেচে
টিকি কাটিয়ে পরালে টুপি, প্রতিনিধি হয়ে সামাজের
বিভীশিখার দাবানলে পুড়ল মন, অশনির ভ্রূকুটি দুর্গতের।  


স্বেচ্ছাচারের স্বৈরতন্ত্র, আমিই শেষ কথা, ছলনার মন্ত্রে
শোষকের মাথা বাঁচিয়ে মহান !  কুটিল চুক্তির যন্ত্রে
চিরকাল কি মানুষ বোকা থাকে ! জানছে দেরিতে সব
ইতিহাস মুছে ফেলা যায় না, সামনে আসে সত্য, পরাভব।


সোনারপুর
১৮/৮/২০২০