এ ভাই, যারা সমঝে চলো
    কালা জিন্দেগী মে হাত, মত ডালো
    ঘরমে হ্যায় তেরা পেয়ারী
    উসকো লিয়ে থোড়া ধ্যান ডালো।।


   এই জীবনটা যদি ড্রাগ মুক্ত রাখো
   তবে কেমন হতো ভাই বলতো
   একবার ভাবো, চেতনাকে জাগিয়ে তোল
   সমাজকে ড্রাগ মুক্ত করে, কর সবার ভালো।।  

  জ্ঞানী তুমি, দক্ষ তুমি, তুমি অনেক বুদ্ধিমান
  সুস্থ তুমিই দিতে পার, আরো অনেক কিছুই
  এ সমাজ তোমাকে চায়, একটু চেষ্টা করেই দেখ  
  তোমার ত্যাগেই, সমাজ হবে প্রকৃতই সাস্থবান।।  


  ভবের মেলায় রঙ্গ অনেক, কর চেতন সুধা পান
  খেয়াল রেখ, দূরে থেক, সর্বনাশা ড্রাগের থেকে
  অন্ধকার নয়, এগিয়ে চল, আলোয় ধোয়া নির্মল পথে    
  ভাল থেক, অসময়ে যেন যায়না থেমে, জীবন বীণার গান।।  
  
  ইয়াদ রাখে, কালা জীন্দেগীমে, কুছ বনতা নেহি
  আপনা ঘর, বহুত পেয়ার, সারে তোড় যায়েগী
  মান গেলে, আর ফেরেনা সে, যতই কর মাতামাতি  
  ড্রাগসে কুছ মিলতা নেহি, বরবাদ হোগী তেরা জীন্দেগী  ।।
  


[কবিতাটি  ২৩শে জানুয়ারী ২০১৬ তে পথ নিরাপত্তা ও মাদক সচেতনতা বিষয়ে পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি, বর্ধমান  জেলা পুলিশ, বীরভূম জেলা পুলিশ এবং কবিতা ক্লাবের পক্ষে শ্রী সুরোজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে U TERN পত্রিকায় প্রকাশিত]