ভাবের পালে লাগিয়ে বাতাস ভেসনা মন খালে বিলে  
ছল চাতুরীর ফাঁদে পড়ে সব হারাবে খুড়োর কলে
জোতের ঘোড়ার চোখে ঠুলি, আসে পাশে দেখা মানা
পৃথিবীটা ঘুরছে কেন, আছে কি তার কারণ জানা  !


দিবা নিদ্রায় দেখা স্বপ্ন, নতুন রোগের আনাগোনা
খাদে ভরা চকচকে রং ভাবের চোখে হল সোনা
আদর দিয়ে করলে লালন, জাতের স্বভাব তার গেলনা      
কোকিল ভেবে বাসলে ভালো, আসলে তা কাকের ছানা।


প্রেম দরিয়ার অতল তলে, বিরহ সদা রয় গোপনে
ডুব দিয়ে যার তল মেলেনা, মেলে শুধু যাপনে  
ভালবাসার কুলে কুলে, জোয়ার আসে হড়কা বানে
সরলে ভাটা যায় যে চেনা, মনের ভেলা কোন খানে।


সোনারপুর
২৭.১১.২০১৮