দুগগা দুগগা বলে সময় গেল ধীরে
আগমনী গানে উৎসব রঙে বিরহের নীরে
আশারা দাঁড়িয়ে থাকে অপেক্ষায় বছর ধরে
শহরে নগরে ফুটপাতে গাঁ-গঞ্জের খন্ড চিত্রে
কারখানা গেটে শ্রমের হাটে সবুজ মাঠে অর্থশাস্ত্রে
ছায়া দিও দেবী মাতৃরূপে, খাবার দিও সকল মুখে
কাজ দিও হাতে হাতে, পালন কর স্থিতিশক্তিরূপে  
প্রার্থনা জানায় মন, হে কৈলাশ বাসিনী রেখ না দুঃখে ।


সোনারপুর।
০৯.১০.২০১৯