রাতভোর দুষ্টু বৃষ্টির নূপুর শুনে  
মন কী থাকে বল নিজের বশে
দুষ্টুমিতে ভরা আঁখির গল্প পড়ে  
কী কোরে চোখের পাতায় ঘুম আসে    
কাজলা পাখির হলুদ ঠোঁটের যাদু
আমার মন তরণীর নোঙর ছেঁড়ে শুধু
যায় ভেসে ঐ বলাকার সাথে
খুঁজতে পান্না চুনী হৃদয় ভরা আশে।  


দুষ্টু বৃষ্টি এসে ফিস ফিসিয়ে বলে গেল
মনের মাঝে বর্ষা নাহয় শীতেই এল
ঝরুক মধু হলুদ ঠোঁটের মাতাল প্রেমে ভেসে
শীতল রাতের স্বপ্ন মাখা প্রহরগুলো শেষে    
রাত পরীদের ওমে পুড়ে বৃষ্টি যদি থামে
খুঁজে দেখো ভালোবাসা আকাশ নীলের খামে।


সোনারপুর
০২.০১.২০২০