যখন কেউ আমাকে নেতা বলে,  ছাতি খানা ওঠে ফুলে
আমায় যখন সেলাম কর, চোর জোচ্চোর যাই যে ভুলে  
সভায় যখন আমার নামে দাও হাজার কন্ঠে জিন্দাবাদ  
খুশীতে মন নেচে ওঠে, বলি সব বিরোধী নিপাত যাক।      


প্রতিশ্রুতির খাসের চরে স্বপ্ন বুনি থরে থরে
ফসল তাতে নাইবা হল, দোষ দেবেনা কেউ আমারে
সাহস করে এগিয়ে এসে কেউ যদি গো প্রশ্ন করে
বাধ্য রক্ষী দেয় সরিয়ে পাঁচিল পারের তেপান্তরে
ধমকে বলি তারে আমি এত সাহস কোথায় পেলে
জানোনা কি !  সত্যি কথা বাইরে বলা পাপ
খুশীতে মন নেচে ওঠে, সব বিরোধী নিপাত যাক।  


দেউলে হলে দেশের সার্থ, সামাল দেবার আছে লোক
আমার এতে কি এসে যায়, ইচ্ছে মতই করি ভোগ
নরম গরম ভাষণ দিয়ে বুঝিয়ে দিই; এ আমি নয় সেই আমি
যাবেনা ভেসে এ কুর্শিটা,  দু ফোটা ঐ নোনা জলে ।

সোনারপুর
২৭.১১.২০১৮