এক দুই তিন, স্মৃতির মুকুরে জাগে সময়ের বীণ  
জলসার রাত শেষে ; খুশীরা গেছে ভেসে, হেসে হেসে  
স্বপ্নের সামিয়ানা আলোয় ভরিয়ে দিয়ে ; আবার নূতন দেশে  
সুরেলা পথের বাঁকে; আকাশ ছিল যে সাথে, স্বপ্ন রঙিন।  


গোলাপি হাসির খোঁজে কেটেছে সারা বেলা, গোধুলির আগে  
পদ্ম আঁখিতে প্রেমের কাজল,  শুধু দেখতে চেয়েছি তাকে  
মনেহয় বারে বারে, সুরসিকা আড়ালে কত হাসি হেসেছে  
যদি জানতে পারত এ মন, চুপিচুপি সে কি ভালবেসেছে !


মোহনার আলিঙ্গন ; তরঙ্গ যদি নাই ভালবাসত  
বিস্তর পথ পেরিয়ে নদী;  কখনো কি সাগরের কাছে আসত    
উড়ো মেঘে ঢাকলে আকাশ, অঝোর ধারায় বর্ষা কি নামত
স্মরণের আকাশে ভাসে, অভিমানি শব্দরা প্রতিদিন।          


সোনারপুর
২৪.০৯.২০১৮