টাপুর টুপুর ছন্দ তুলে
এলো না সে
ঝরঝর ঝর্না ঝালর মেলে
এলো না সে
অভিমানে আছে কি ভুলে
এলো না সে ।


ফুলের হাসি যায় হারিয়ে
ঝরা কুঁড়ির দল
শাপলা শালুক ঘুমিয়ে আছে
দিঘিতে নেই জল  
মীন রাজ্যে দুঃখের বান
খানিক বদ্ধ জলে
সব মন খুঁজছে তাকে
সজল মেঘের দলে।


মাঠে মাঠে ধূসর ছায়া  
মলিন মুখে চাষি
যায় শুকিয়ে ধানের চারা
হারিয়ে গেছে হাসি
কেমন করে বাঁচবে জীবন
কোথায় পাবে বাসি
কেমন করে শুধবে তারা
ঋন রাশি রাশি  
শ্রাবন দিনের স্বপ্ন রথে  
এলো না সে।  


সোনারপুর
২০/৭/২০১৯


এই কবিতাটি গত শুক্রবার ১৬ই আগস্ট ( থিম – জীবন ছবি ) ৯১.৯ ফ্রেন্ডস এফ এম প্রচার তরঙ্গে  আর জে ( রাজা) কন্ঠে নিয়েছিলেন দুপুর ১টায়।