বাহিরে আমি মানবিক, দার্শনিক, জ্ঞানী,
পুঁথি পড়া ধার্মিক; সুবেশ সামাজিক মানুষ    
কলম আমার নিত্য উদ্গার করে সমতার শব্দ  
সাহিত্যে;  মানুষের কষ্টে, সমাজ ভাবনায়
নানা অলঙ্কারে সাজিয়ে বাইরেটা; হেঁটে যাই  
প্রতিদিন, একই ভাবনায় বিশ্বাসী সেয়ানের সাথে  
ঠিক কি বললে সভা সমাবেশে হাততালি পড়ে
কি ভাবে খেলতে হয় মানুষের আবেগ নিয়ে  
কখন উস্কাতে হয়, মনগড়া দর্শনে তা জানি।  


কেতাবি শ্লোকের ভরসায় উপদেশ বিলাই অহরহ
পড়েও দেখানি কোনদিন,  ভাবিনি তার মরমার্থ
সময়ের ভাবনা না ভেবেই, ভাবি তাহাই যতার্থ
উঁহু, নিজের জীবনে প্রয়োগ কখনই নয় সমীচীন
তবে অন্যকে বোকা বানাতে অদ্বিতীয়, তুলনা হীন  
সকাল থেকে রাত খুঁজে ফিরি কিসে হবে মাত
ভেবে খুশী হই সবই প্রভুর ইচ্ছা, তাঁরই সাধ
গভীরে যেতে ভয়; যদি ভীত হয়ে পড়ে মন
ভিতরের আরশিটা উল্টে রেখেই মধুরেনু যাপন।


সোনারপুর
১/৭/২২