মনের বুনে ফাগুন এসেছে
মুড়া মুড়া গাছে গুলায় হাসি ধরেছে
ছোট বড় সবাই কেমুন লতুন সেজেছে
কোকিল পাখি সক্কাল থেকে ডেকে মরিছে
কুথা গেল সাথীটো তার, ফাগুন এসেছে
মনের বুনে  ফাগুন এসেছে।


ও রূপসী যাবিলাকি মোর সাথে পলাশ পাহাড়ে
তুরে সাজাই দিব কচি শালের সবুজ বাহারে  
পলাশের নলোক দিব, মহুল ফুলের দুল
সোনা লতায় বেঁধে দিব তুয়ার এলো চুল
ও রূপসী তুয়ার এলো চুল।  


বিজন বুনের ছায়ায় ছায়ায় ছল চাতুরি ফেলে
দুইজনাতে থাকব মেতে প্রেমের দোলায় দুলে
চাঁদের আলোয় দেখব তুর ডাগর চোখের হাসি
এখুনো বুঝিস লাকি তুরে কত ভালোবাসি  
তুরে কত ভালোবাসি, তুরে কত ভালোবাসি ।।